নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ সকালে মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। সকালবেলা লাদাখের লেহতে হালকা তীব্রতার ভূকম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৩.৬ ছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, আজ সকাল ৪ টে ৫৭ মিনিট নাগাদ লাদাখের লেহতে ৩.৬ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
ভূমিকম্পের উত্সস্থল ছিল লেহ থেকে মাত্র ১৯ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে, ভূপৃষ্ঠের ২০০ কিলোমিটার গভীরে। ৩৪.২০ অক্ষাংশ ও ৭৭.৭৮ দ্রাঘিমাংশ। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় তেমন কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। যদিও এই ভূকম্পনের প্রভাবে এলাকায় এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code