নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার হরিশ্চন্দ্রপুর থানার বালাপাথার এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো দুই বন্ধুর বিরুদ্ধে।
পরিবার সূত্রে জানা গেছে, আক্রান্ত ওই যুবকের নাম তহিদুর রহমান। বাড়ি ওই এলাকাতেই। পরিবারের অভিযোগ যে, “তহিদুরকে দুই বন্ধু ঘুরতে যাবে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গেলে আর বাড়ি ফেরেনি। গতকাল গভীর রাতে বাড়ির পাশ থেকেই রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়”।
এরপর শীঘ্র তহিদুরকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে পরে অবস্থার অবনতির জন্য সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
এই ঘটনায় পরিবারের তরফে অভিযোগ জানানো হচ্ছে যে, “তহিদুরকে দুই বন্ধু পুরোনো কোনো আক্রোশের জেরে কুপিয়ে খুন করার চেষ্টা করেছিল”। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় ওই দুই বন্ধুর নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।