নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ চলতি বছর করোনা পরিস্থিতিতে তারকেশ্বরের শ্রাবণী মেলার বাঁকযাত্রায় কাঁধে বাঁক নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারকেশ্বর মন্দিরের মঠাধীশ দণ্ডী স্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ জানান যে, “করোনা মহামারী পরিস্থিতিতে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রাবণী মেলা উপলক্ষে বাঁকযাত্রার আয়োজন বাতিল করা হয়েছে”।
কিন্তু পুণ্যার্থীদের জন্য বিধিনিষেধ মেনে মন্দির খোলা থাকবে। আর মন্দিরে প্রবেশের সময়সীমা বাড়ানো হয়েছে। আগে সকাল ৬ টা থেকে বেলা ১ টা অবধি মন্দির খোলা থাকতো। এবার ভোর ৫ টা ৩০ মিনিট থেকে দুপুর ২ টো পর্যন্ত মন্দির খোলা থাকবে। এছাড়া একসাথে ২০০ জনের অধিক পুণ্যার্থী মন্দিরের ভেতর ঢুকতে পারবেন না। তাছাড়া মন্দিরের গর্ভগৃহ বন্ধই থাকছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বছরও করোনা মহামারীর জন্য শ্রাবণী মেলার জলযাত্রা বন্ধ ছিল। মন্দিরও বন্ধ রাখা হয়েছিল। তবে এবার করোনা সংক্রমণ কিছুটা নিম্নমুখী হওয়ায় মন্দির খোলা থাকলেও শ্রাবণী মেলা বন্ধই থাকবে। প্রতি বছরের ন্যায় চলতি বছর কাঁধে বাঁকে করে জল নিয়ে আসা যাবে না।
Sponsored Ads
Display Your Ads Here