নিশীথ প্রামাণিককে তীব্র ভাষায় কটাক্ষ করলেন রবীন্দ্রনাথ ঘোষ
নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ বিতর্ক যেন পিছু ছাড়ছে না। কোচবিহারের বিজেপি সাংসদ তথা স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ কড়া আক্রমণ করলেন।
আজ কোচবিহারের মা ভবানী সংলঘ্ন জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ কর্মসূচীতে অবস্থান বিক্ষোভ করার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “নিশীথ প্রামাণিক একাধিক মামলার আসামী। কেন্দ্রীয় সরকার তাকে মন্ত্রী সভায় স্থান দিয়ে দেশের মানুষকে লজ্জিত করেছেন। এটা একটা ক্রিমিনালের সরকার চলছে”।
পাল্টা জবাব দিয়ে বিজেপি নেতা তথা কোচবিহার জেলা বিজেপির কনভেনার অভিজিৎ বর্মন বলেছেন, “কারো নামে কেস থাকলেই সে আসামী হয়ে যায় না আগে সেটা প্রমাণিত হওয়া প্রয়োজন। আর রবিবাবু পারলে সেটা প্রমাণ করে দেখাক”।
সব মিলিয়ে নিশীথ প্রামাণিককে কটাক্ষ করা নিয়ে রাজনৈতিক ক্ষেত্রে তৃণমূল-বিজেপি তরজা শুরু হয়ে গেছে।