নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার কালীগঞ্জ থানার সাবজোলা গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে মারামারির জেরে খুন হলেন ১ ব্যক্তি। মৃত ব্যক্তির নাম মিঠু আইচ। বয়স ৪৫ বছর।
স্থানীয় সূত্রের ভিত্তিতে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মিঠু আইচের সাথে এই গ্রামের সুবল রাজোয়ারের সঙ্গে জমি নিয়ে গন্ডগোল ছিল। দুপুর বেলা মিঠুবাবু নিজের জমিতে চাষাবাদের কাজ করছিলেন। সেই সময় সুবলবাবু দলবল নিয়ে জমি দখল করতে যান। ঠিক তখনই দুজনের মধ্যে চরম গন্ডগোল শুরু হয়। আর মিঠুবাবুর ওপরে সুবলবাবু ও তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর মিঠুবাবুরর চিত্কার চেঁচামেচিতে এলাকাবাসীরা একসাথে ঘটনাস্থলে জড়ো হয়ে যাওয়া মাত্র সুমনবাবু এবং তার লোকজন পালিয়ে যান। এলাকার বাসিন্দাদের তৎপরতায় মিঠুবাবুকে বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ মৃতদেহ কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তারপরেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাময় প্রবল উত্তেজনা তৈরী হয়।
Sponsored Ads
Display Your Ads Here