নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ গত বছর মার্চ মাস থেকে বিদ্যালয় বন্ধ আছে। তাই এবার বেসরকারী বিদ্যালয় খোলার দাবীতে এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকলো মধ্যপ্রদেশের সাজাপুর জেলা। বিদ্যালয়ের শিক্ষক ও কর্তৃপক্ষ প্রতিবাদ মিছিলে একটি মোষ নিয়ে এসে চমক দিতে চেয়েছিলেন। কিন্তু ফল হল উল্টো। আচমকাই মোষটি রাস্তায় জমায়েত হওয়া প্রতিবাদীদের মধ্যে ক্ষেপে গিয়ে দৌড়ে শিং নিয়ে গুঁতোতে লাগলো। আহত হয়েছেন বহু মানুষ।
প্রশাসন সূত্রে জানা গেছে, যথেষ্ট পরিমাণ ভ্যাক্সিনেশন না হলে বিদ্যালয় খোলা সম্ভব নয়। তবে বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্তৃপক্ষ বিদ্যালয় খোলার দাবীতে অনড়। সরকার বিদ্যালয় না খোলার জেরে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। আর সরকারের দৃষ্টিপাত ঘটাতে প্রতিবাদের অংশ হিসাবেই মোষটিকে রাস্তায় নিয়ে আসা হয়েছিল।
কিন্তু প্রতিবাদ মিছিলে মোষ নিয়ে আসায় হিতে বিপরীত ঘটনা ঘটলো। প্রতিবাদ কর্মসূচী চলার মধ্যেই মোষ ক্ষেপে গিয়ে হুলস্থুল কাণ্ড শুরু করে। উপস্থিত একজন কোনোক্রমে মোষের দড়ি ধরে রাখলেও জমায়েতের মধ্যে গিয়ে বেশ কয়েকজনকে গুঁতিয়ে আহত করলো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।