নলি কাটা অবস্থায় সেচখাল থেকে উদ্ধার ১ যুবক
রাজ খানঃ বর্ধমানঃ বর্ধমানের শিবপুর এলাকায় সেচখাল থেকে গলার নলি কাটা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
বর্ধমান থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ময়নাতদন্তের জন্য পুলিশমর্গে পাঠায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মৃতের নাম প্রদীপ মাঝি। বয়স ২২ বছর। প্রদীপ রাজমিস্ত্রীর কাজ করতো। সকাল ১০ টা নাগাদ বাড়ি থেকে কাজে যাওয়ার নাম করে বের হয়েছিল।
পুলিশের অনুমান, যুবককে সেচখালের বাঁধে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে জলে ফেলে দেওয়া হয়।
মৃতের পরিবারের তরফ থেকে দাবী করা হয়েছে যে, “শত্রুতার জেরেই তাদের ছেলেকে খুন করা হয়েছে। এর পাশাপাশি কয়েকমাস আগে অবধি তাদের ছেলে বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়ে”।
এর সাথে সাথে আজ সকালে বর্ধমানের কাঞ্চনগর এলাকার মালিপাড়ায় দামোদরের বাঁধ থেকে এক অজ্ঞাত পরিচয় যুবতীর আধপোড়া মৃতদেহ উদ্ধার করা হয়।
যুবকের মৃত্যুর ঘটনার সাথে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা বা দুটি ঘটনার ক্ষেত্রে কারা কি উদ্দেশ্য খুন করেছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।