ব্রিজ চালু হওয়ার আগেই তাতে ধরলো ফাটল
রাজ খানঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জে চালু হওয়ার আগেই সেতুর সংযোগকারী রাস্তায় ফাটল ধরাতে প্রশ্নের মুখে পূর্ত দপ্তর। জীর্ণ পুরোনো সেতুর পাশে নতুন সেতু তৈরী করা হয়েছে। সেই সেতুর সংযোগকারী রাস্তায় ফাটল দেখা দেওয়ায় সেতু তৈরীর উপকরণের গুণমান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ভাতারের বর্ধমান গুসকরা রাস্তার ওপর সাহেবগঞ্জে ডিভিসি ক্যানেলের ওপর একটি বহু পুরাতন সেতু রয়েছে। এই সেতুটি ১৯৫৫ সালে তৈরী হয়েছিল।
কিন্তু সেতুটির ভগ্নদশা দেখা দেওয়ায় পূর্ত দপ্তর পাশেই নতুন সেতু নির্মাণ করেন।
স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, সেতুটি চালু হওয়ার আগেই এই ধরনের ঘটনা কেন ঘটলো সরকার তা তদন্ত করে দেখুক। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য আনন্দ মাহালি জানান, “যখন সেতু্টি তৈরী করছিল তখনই আমরা বলেছিলাম সেতুটির গুণগত মান খুবই খারাপ হচ্ছে। সেতুটি চালু হওয়ার আগেই ফাটল দেখা দিয়েছে। এই সেতুটি দিয়ে গাড়ি চলাচল করলে বড়োসড়ো ধরনের দুর্ঘটনা ঘটবে”।
ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী জানিয়েছেন যে, “সমগ্র বিষয়টি পূর্ত দপ্তরকে জানানো হয়েছে। গার্ডওয়াল না থাকার জন্যই সমস্যা দেখা দিয়েছে”।