দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী
অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ কাস্টমার সার্ভিস পয়েন্ট সহ পর পর দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার গৌরী গ্রামপঞ্চায়েতের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার গৌরী গ্রামপঞ্চায়েতের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সি এস পি’র পাশাপাশি নাজিবুল হোসেন নামে এক ব্যক্তির মোবাইলের দোকানে ও মহম্মদ হারুন অল রসিদের ওষুধের দোকানে চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা দোকান এবং ব্যাঙ্কের সাটার ভেঙে চুরি করে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, “লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়ে গেছে”। খবর পেয়েই রবিবার রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যাঙ্কের সি এস পি থেকে কী কী চুরি গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের দাবী, “বহু মানুষ লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন। এছাড়াও এলাকায় নেশাগ্রস্তদের উৎপাত ক্রমশ বাড়তে থাকার কারণেই এই চুরির ঘটনাটি ঘটেছে”।