পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ মনসামঙ্গল কাব্যে সাপের কামড়ে লখিন্দরের প্রয়াণের পর স্বামীর প্রাণ ফেরানোর আশায় বেহুলা মরদেহ কলার ভেলায় ভাসিয়ে স্বর্গে পাড়ি দেওয়ার কাহিনী প্রায় সকলেরই জানা। এবার কিছুটা সেরকম ছবি দক্ষিণ চব্বিশ পরগণার গোসাবায় দেখা গেলো। যেখানে এক কিশোরীকে সাপে কামড়ানোর পর ওঝার কাছে নিয়ে যাওয়ার পর মৃত্যু হলে কিশোরীকে নদীর জলে কলার ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোসাবা ব্লকের ছোট মোল্লাখালি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর কালিদাসপুর গ্রামে বাড়ির ১০ বছরের মেয়ে পূজা মৃধা অন্যান্য দিনের মতোই বাবার সঙ্গে ঘুমিয়েছিল। রাত পৌনে ১১ টা নাগাদ একটি সাপ পূজাকে কামড় দেয়। এরপর তড়িঘড়ি মেয়েটির পরিবারের লোকজন তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। তারপর তিন ঘণ্টা ধরে ঝাড়ফুঁক চলে। কিন্তু তাতেও জ্ঞান না ফেরায় বাবা দীপ মৃধা ছোট মোল্লাখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিত্সকরা কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
মৃতার পরিবারের লোকজন মেয়ের প্রাণ ফেরানোর আশায় কলার ভেলায় মৃতদেহ চাপিয়ে স্থানীয় শাসন নদীতে ভাসিয়ে দিয়েছেন। খবর পেয়ে গোসাবা থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Sponsored Ads
Display Your Ads Here
একুশ শতকের দিনে এমন ঘটনা প্রকাশ্যে আসতেই সকলে যেমন হতবাক হয়ে পড়েছেন তেমন চারিদিকে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। চিকিত্সকদের মতে, সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিশোরীর প্রাণ বেঁচে যেতে পারতো। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here