জল পরিষেবা বন্ধের জেরে চরম দুর্ভোগে স্থানীয়রা
রাজ খানঃ বর্ধমানঃ ১৫ দিন ধরে বর্ধমানের ভাতারের নিত্যানন্দপুর গ্রামপঞ্চায়েতের কালুত্তক গ্রামে পিএইচই প্রকল্পের পানীয় জল পরিষেবা বন্ধ আছে। তাই গ্রামের বাসিন্দারা পানীয় জলের সঙ্কটে অবিলম্বে পানীয় জলের স্বাভাবিক পরিষেবার দাবী করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত একমাস ধরেই অনিয়মতভাবে বাড়িতে বাড়িতে জল পৌঁছাচ্ছিলো। কিন্তু গত ১৫ দিনে তা একেবারেই বন্ধ হয়ে গেছে। গ্রামের ৮০% মানুষই এই পিএইচই প্রকল্পের জলের উপর নির্ভরশীল। ফলে স্বভাবতই পানীয় জল পরিষেবা বন্ধ থাকায় চরম সঙ্কটে কালুত্তক গ্রামের বাসিন্দারা।
পিএইচই প্রকল্পের পাম্প হাউসের দায়িত্বে থাকা ডালিম শেখ জানিয়েছেন, “পাম্পের যান্ত্রিক ত্রুটির জন্যই এই সমস্যা তৈরী হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোও হয়েছে। তবে যান্ত্রিক ত্রুটি না মেটায় জল পরিষেবা দেওয়া সম্ভবপর হচ্ছে না”।