মোবাইল টাওয়ার বসাতে নারাজ গ্রামবাসীরা পঞ্চায়েতে গণস্বাক্ষর পেশ করলো
স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ নদীয়ার কল্যাণীর সগুনার জয়দেববাটি গ্রামে গ্রামবাসীরা মোবাইল টাওয়ার বসাতে বাধা প্রদান করেন।
সূত্রের খবর, সগুনার জয়দেববাটিতে কৃষ্ণেন্দু মাইতি নিজের বসতবাড়িতে ব্যবসায়িক ভিত্তিতে একটি মোবাইল টাওয়ার বসানোর কাজ শুরু করেছিলেন। কিন্তু অভিযোগ ওঠে কৃষ্ণেন্দুবাবু সেই মোবাইল টাওয়ার প্রতিবেশীর বাড়ির সীমানা ঘেঁষে বসিয়েছেন।
পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আরো অভিযোগ যে যদি এখানে এই মোবাইল টাওয়ার চালু হয় তাহলে নারকেল গাছ সহ অন্যান্য গাছপালা ও পাখিদের ক্ষতি হবে। এছাড়া ওই মোবাইল টাওয়ার থেকে যে রে বের হবে সেই রে থেকে ক্যান্সার সহ বিভিন্ন রোগের সৃষ্টি হবে। এই মর্মে গত তিনদিন আগে গ্রামবাসীরা গণস্বাক্ষর সহ অভিযোগ পত্র সগুনা গ্রাম পঞ্চায়েতে জমা দেন।
সগুনা পঞ্চায়েতের প্রধান নবীন হালদারের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানিয়েছেন, “আমাদের পঞ্চায়েতের মোবাইল এই টাওয়ার নির্মাণে কোনো সম্মতি নেই। আমরা যখন খবর পেলাম যে ওখানে টাওয়ার নির্মাণের উদ্দেশ্যে একটা খোঁড়াখুঁড়ির কাজ চলছে তখন আমরা জমির মালিককে খবর দিই। এরপর জমির মালিক আসেন। তারপর আমরা পরিষ্কার বলে দিই যেহেতু পঞ্চায়েতের কোনো সম্মতি নেই সেহেতু আপনি অবৈধভাবে মোবাইল টাওয়ার নির্মাণ করতে পারবেন না”।