নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটির সৃষ্টি প্রকল্পের মাধ্যমে পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের মহাশোল কলোনি সংসদে উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের মাধ্যমে বন্টিত উদ্বাস্তুদের অসেচ জমিতে সেচের জল সরবাহ করার জন্য বিধানসভা নির্বাচনের পূর্বে নির্মিত সোলার বিদ্যুত্ প্রকল্পের মধ্যে দিয়ে সোলার প্যানেল বসানো হয়েছিল।
সোলার প্যানেলের ফলে এলাকার বাসিন্দারা নিজেদের জমিতে চাষের কাজ শুরু করেছিলেন। কিন্তু কয়েকজন দুষ্কৃতী সেই সোলার প্যানেলগুলিকে ভেঙে নষ্ট করে দেয় বলে অভিযোগ করা হয়। এরফলে চাষীরা চাষ করতে পারবে না।
এলাকার বাসিন্দারা এই ঘটনার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানান। আর অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির আবেদন জানান। এই বিষয়টি স্থানীয় বাসিন্দারা শালবনি ব্লক প্রশাসনকে জানানো হয়।
খবর পেয়ে গতকাল শালবনি ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখেন। শালবনি ব্লক প্রশাসনের পক্ষ থেকে শালবনি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শালবনি থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনাময় পরিবেশের সৃষ্টি হয়েছে।