কজওয়ে ডুবে যাওয়ায় সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা
দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ বীরভূমের দুবরাজপুর ব্লকের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলসাড়া ও মেজে গ্রামের মাঝে শাল নদীর উপর কজওয়ে রয়েছে। গত কয়েকদিন নিম্নচাপের বৃষ্টির ফলে শাল নদীতে জল বাড়তে থাকায় এবং গতকাল থেকে রাতভর বৃষ্টি হওয়ায় কজওয়ে ডুবে যায়।
বেলসাড়া, কুলেকুড়ি, পাঁচ পুকুর সহ বেশ কিছু গ্রামের মানুষের এই শাল নদীর কজওয়ে জলে ডুবে যাওয়ার ফলে যেমন বালিজুরি গ্রাম পঞ্চায়েত যাওয়ার পক্ষে অসুবিধাজনক হয়ে পড়েছে। তেমনই নদীর দুই পাড়ের মানুষের চাষাবাদের ক্ষেত্রেও আসা-যাওয়াও বন্ধ হয়ে গেছে।
এছাড়াও অতিবৃষ্টির কারণে গ্রামের একাংশ জলমগ্ন হয়ে পড়লো। এরফলে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা দুর্ভোগের শিকার হয়েছেন। প্রত্যেক বছরই এই সময় নদীর দুই পারের বাসিন্দারা অসুবিধায় পড়ে যান।