মিঠু রায়ঃ কলকাতাঃ আজ সকালে আচমকাই কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালের নতুন বিল্ডিংয়ের তিনতলায় ভয়াবহ আগুন লাগলো। এই ঘটনায় রোগী ও তাদের পরিবারের লোকজনেরা আতঙ্কিত হয়ে পড়েন।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, হাসপাতালের তিনতলায় CCU তে আগুন লাগার খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দমকল বাহিনীকে খবর দেন। এরপর দমকল আধিকারিকদের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু ঠিক কীভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট হওয়ায় প্রথমে একটি পাখায় আগুন লাগে তারপর সেখানে থেকেই এই আগুন ছড়িয়ে পড়ে। যদিও এই আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সময়মতো প্রত্যেক রোগীকেই নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।
প্রসঙ্গত বলা যায় যে, গত ১১ ই মে এম আর বাঙ্গুর হাসপাতালের সামনেই করোনা রোগীর অ্যাম্বুলেন্স পুড়ে ছাই হয়ে গিয়েছিল। হাসপাতালে পর পর এই ধরণের অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী সহ রোগীর পরিবারের সদস্যরা রীতিমতো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।