Indian Prime Time
True News only ....

নিউটাউন গুলিকাণ্ডে গ্রেপ্তার আরো ৪ জন

- sponsored -

- sponsored -

- Slide Ad -

চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল গভীর রাতে কলকাতার ভাঙড়ের কাশিপুর থানার পুলিশ অভিযান চালিয়ে চার জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে এক জনকে বসিরহাট এলাকার একটি নিষিদ্ধ পল্লি থেকে ও বাকি তিন জনকে কাশিপুর থানার চিনা পুকুর থেকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃতেরা সকলেই পাঞ্জাবের বাসিন্দা। ধৃতরা হলেন, জাসির সিং, আমনদীপ সিং, চামকাউর সিং ও রেশমজিত্‍ সিং। ধৃতদের সাথে নিউটাউনের সাপুরজি আবাসনে এনকাউন্টার কাণ্ডের যোগ থাকার যথেষ্ট সম্ভাবনাও আছে।

ধৃত চামকাউর সিং ওরফে দাউদকে বসিরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। জাসির সিং, আমনদীপ সিংহ এবং রেশমজিত্‍ সিংকে চিনা পুকুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের ভাঙড় থানায় এনে বারুইপুর জেলা পুলিশ সহ স্পেশাল টাস্কফোর্সের কর্তারা জেরা করছেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এছাড়া সাত বছর আগে চামকাউর নিজেকে দাউদ নামে পরিচয় দিয়ে পশু চিকিত্‍সক দাবী করে চিনা পুকুর গ্রামে থাকতে শুরু করে। এমনকি বেশ কিছু গরু নিয়ে একটি খাটালও তৈরী করেছিল। এলাকার বাসিন্দা রাবিয়া বিবিকে বিয়েও করেছিল। তাদের দুই শিশু সন্তান রয়েছে। এর কয়েক মাস আগে দাউদের আত্মীয় পরিচয় দিয়ে আমনদীপ ও রেশমজিত্‍ ওই গ্রামে চলে এসে থাকতে শুরু করেছিল।

এর পাশাপাশি বুধবার সাপুরজি আবাসনে পুলিশী এনকাউন্টারে মৃত পাঞ্জাবের দুই গ্যাংস্টার তথা জয়পাল ভুল্লার এবং যশপ্রীত সিং খাড়াকে ভরত কুমার ফ্ল্যাট ঠিক করে দিয়েছিল। তাছাড়া এই ফ্ল্যাট ভাড়া মোহালির বাসিন্দা সুমিত কুমারের নামে করা হয়েছিল। ইতিমধ্যে ভরত কুমার ও সুমিত কুমারেরকেও গ্রেপ্তার করা হয়েছে। প্রায় ভোর রাতে আরো চার জনকে গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored