সড়ক দুর্ঘটনাকে ঘিরে স্থানীয়রা পথ অবরোধ করলো

Share

রাজ খানঃ বর্ধমানঃ গতকাল পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর জেরে পূর্ব বর্ধমানের গুসকরা ধাড়াপাড়া এলাকায় প্রচণ্ড উত্তেজনা ছড়িয়ে পড়লো।

https://www.youtube.com/watch?v=E0L5ZTul0yc


এই দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা প্রায় আধ ঘন্টা ধরে দেহ আটকে গুসকরা মানকর রাস্তা অবরোধ করেন।


https://www.youtube.com/watch?v=QuDi2HZ1Eu8

পুলিশসূত্রে জানা গেছে, মৃতের নাম অজিত লোহার। বয়স ৩৫ বছর। বাড়ি গুসকরা পুর এলাকার সুশীলার লোহারপাড়ায়। অজিত গুসকরার একটি হিমঘরে গাড়ির চালক হিসাবে কাজ করতেন।


সন্ধ্যার সময় অজিত সেই হিমঘর থেকে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে গুসকরা মানকর রাস্তার ধাড়াপাড়ার কাছে একটি চারচাকার গাড়ি পিছন থেকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। আর অজিত ঘটনাস্থলেই প্রাণ হারান।

https://www.youtube.com/watch?v=fI3MShuZlM4

https://www.youtube.com/watch?v=E2KvokQaNuw

ঘাতক গাড়িটিকে অবিলম্বে খুঁজে বের করে আইনী ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবীতে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করেন। যদিও পরে পুলিশী হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

https://www.youtube.com/watch?v=77B2rP9TGRM

পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানোর সাথে সাথে ঘাতক গাড়িটিকে ও চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।

https://www.youtube.com/watch?v=Yso_nm4FOA0

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031