করোনা হাসপাতালে রোগীদের পচা খাবার দেওয়ার অভিযোগ
স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ নদীয়ার কল্যাণীর এনএসএস করোনা হাসপাতালে এবার রোগীদেরকে পচা খাবার দেওয়ার অভিযোগ উঠলো।
যেখানে রাজ্য সরকার করোনা পরিস্থিতিতে করোনা হাসপাতালগুলিতে চিকিৎসা বাবদ বিপুল অর্থ খরচ করছেন সেখানে এক শ্রেণীর অসাধু ঠিকাদার নিম্নমানের খাবার দিয়ে প্রচুর মুনাফা করে চলেছেন।
আজ সকালে যখন করোনা রোগীদের কলা, ডিম ও পাঁউরুটি টিফিন দেওয়া হয় তখন সেখানে দেখা যায় বেশীরভাগ পাঁউরুটিগুলোতে ছত্রাকে ভর্তি।
দীর্ঘদিন থেকে পাঁউরুটিগুলো পড়ে থাকায় ছত্রাকে ভর্তি হয়ে গেছে। এছাড়া বেশ কিছু ডিমও পচা ছিল। যা খেলে রোগীরা আরো অসুস্থ হয়ে পড়বেন।
হাসপাতালের কর্মীদের এই বিষয়টি নজরে আসতেই হাসপাতাল কর্মীরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানান। এই ঘটনাটিকে কেন্দ্র করে হাসপাতাল চত্বর জুড়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। এর পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারিকে ঘিরে প্রশ্নও উঠছে।