নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত সূর্যসেন কলোনীর রাধাগোবিন্দ মন্দিরে চুরির কিনারা করলো নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ফের চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হওয়ার পাশাপাশি একজন গ্রেপ্তার হলো।
https://www.youtube.com/watch?v=E0L5ZTul0yc
গত ২৯ শে মে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত রাধাগোবিন্দ মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। সেই অভিযোগের ভিত্তিতে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ তদন্তে নেমে চুরি যাওয়া বেশ কিছু পুজার সামগ্রী সহ রুস্তম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সুত্রে জানা গেছে, এন জে পি সংলঘ্ন জোরাপানী নদীর ব্রীজের নীচে চুরির সামগ্রী গুলো লুকিয়ে রাখা হয়েছিল। গত বুধবার রাতে পুলিশ সেখান থেকেই চুরির সামগ্রী গুলো উদ্ধার করে।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=Yso_nm4FOA0
এরপর আবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাতের বেলা নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে হরিপুর এলাকা থেকে চন্দন গোয়ালাকে চুরি যাওয়া সামগ্রী কেনার অপরাধে গ্রেপ্তার করে।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=GAtg3i6XZaw
চন্দনের কাছ থেকে মন্দিরের চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়। গতকাল ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।