ইট ভাটা থেকে উদ্ধার তাজা বোমা
রাজ খানঃ বর্ধমানঃ বর্ধমানের গলসির উচ্চগ্রামের রাস্তার পাশে একটি ইট ভাটা থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার হলো। বোমাগুলি একটি প্লাস্টিকের জারের মধ্যে রাখা ছিলো।
উল্লেখ্য, গত ৫ ই জুন গলসির এক নম্বর ব্লকের উচ্চগ্রামে শাসক দলের গোষ্ঠী কোন্দলে মারামারির ঘটনা ঘটে। যেখানে পুলিশ দুই গোষ্ঠীর ৭ জনকে গ্রেপ্তার করে। এরপরই ৮ ই জুন রাতে ইট ভাটায় বোমার খবরে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।
জানা যায়, ওই ইট ভাটার মাটির ঢিবির পাশে মাঠের ধারে শ্রমিকদের ঘর আছে। শ্রমিক ঘরে না থাকায় বেশীরভাগ ঘর গুলির দরজা ইট দিয়ে বন্ধ ছিল। সেই ঘরের ভিতর একটি প্লাস্টিকের জারে বোমাগুলি মজুত ছিল বলে জানতে পারা গেছে।
এরপর গোপন সুত্রে খবর পেয়ে এদিন বেলা ১১ টার সময় সিআইডি বোম ডিস্পোজাল টিম ঘটনাস্থলে আসে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছিল। তারপরই প্লাস্টিকের জারে রাখা ওই বোমাগুলি উদ্ধার করে বোম ডিস্পোজাল করা হয়।
ইট ভাটার ভিতরে বোমাগুলি কিভাবে এলো? তার তদন্ত শুরু করছে গলসি থানার পুলিশ।