ইট ভাটা থেকে উদ্ধার তাজা বোমা

Share

রাজ খানঃ বর্ধমানঃ বর্ধমানের গলসির উচ্চগ্রামের রাস্তার পাশে একটি ইট ভাটা থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার হলো। বোমাগুলি একটি প্লাস্টিকের জারের মধ্যে রাখা ছিলো।

https://www.youtube.com/watch?v=E0L5ZTul0yc

উল্লেখ্য, গত ৫ ই জুন গলসির এক নম্বর ব্লকের উচ্চগ্রামে শাসক দলের গোষ্ঠী কোন্দলে মারামারির ঘটনা ঘটে। যেখানে পুলিশ দুই গোষ্ঠীর ৭ জনকে গ্রেপ্তার করে। এরপরই ৮ ই জুন রাতে ইট ভাটায় বোমার খবরে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।


https://www.youtube.com/watch?v=6sinv3vIQZk


https://www.youtube.com/watch?v=TIt8dBLf1V8

জানা যায়, ওই ইট ভাটার মাটির ঢিবির পাশে মাঠের ধারে শ্রমিকদের ঘর আছে। শ্রমিক ঘরে না থাকায় বেশীরভাগ ঘর গুলির দরজা ইট দিয়ে বন্ধ ছিল। সেই ঘরের ভিতর একটি প্লাস্টিকের জারে বোমাগুলি মজুত ছিল বলে জানতে পারা গেছে।


https://www.youtube.com/watch?v=Yso_nm4FOA0

এরপর গোপন সুত্রে খবর পেয়ে এদিন বেলা ১১ টার সময় সিআইডি বোম ডিস্পোজাল টিম ঘটনাস্থলে আসে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছিল। তারপরই প্লাস্টিকের জারে রাখা ওই বোমাগুলি উদ্ধার করে বোম ডিস্পোজাল করা হয়।

https://www.youtube.com/watch?v=WP83g1e0X7g

ইট ভাটার ভিতরে বোমাগুলি কিভাবে এলো? তার তদন্ত শুরু করছে গলসি থানার পুলিশ।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031