রাতের আঁধারেই গাছ কাটছে দুষ্কৃতীরা
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে লক্ষাধিক টাকার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার এমন ঘটনায় দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকেট চামটাকুড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়েছে। এই ঘটনায় বনদপ্তরকে খবর দেওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন।

- Sponsored -
বনদপ্তর পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে এই নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার পরিবেশ প্রেমীরা সরব হয়েছেন।
করোনাকালে যেখানে অক্সিজেনের অভাবে হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে এমত পরিস্থিতিতে গাছ কেটে ফেলার মতো ঘটনা সত্যি অমানবিকতার পরিচয়।