নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার শ্যামপুর থানার অন্তর্গত রতনপুরে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন স্বামী। মৃতের নাম দীপা মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১ টা নাগাদ দীপা দেবী ঘুমোচ্ছিলেন। এমত অবস্থায় স্বামী নবকুমার কাটারি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। দীপার চিত্কারে দাদা ও বৌদি বেরিয়ে এলে নবকুমার দাদা এবং বৌদির উপর চড়াও হয়ে হাতে কাটারি দিয়ে কোপ মারেন। এরপর নিজের ঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে নবকুমার নিজের মাথাতেও কাটারির কোপ মারেন। তারপর পুলিশ দরজা ভেঙে গুরুতর জখম অবস্থায় নবকুমারকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে ভর্তি করে।
শ্যামপুর থানার পুলিশ দীপা দেবীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিন্তু এই খুন কি কারণে তা জানা যায়নি। আর পুলিশ এই ঘটনাটি খুনের মামলা রুজু করে গোটা বিষয়টি খতিয়ে দেখছে।