শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের নামে ছাত্রীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠলো। দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের তিন নম্বর এলাহাবাদ অঞ্চলের ছোট কড়ই প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে।
https://www.youtube.com/watch?v=IG0rmHaL5ag
Sponsored Ads
Display Your Ads Hereছাত্রীর অভিভাবকদের বক্তব্য, “গতকাল সঞ্জীত বিশ্বাস নামক ওই শিক্ষক মিড ডে মিল দেবার সময় বিদ্যালয়ের এক ছাত্রীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=mZ6GS2_RXd0
অভিভাবকদের আরো অভিযোগ যে, “শুধু গতকাল নয় প্রায় দিনই ওই শিক্ষক ছাত্রীদের কাজ চাপিয়ে বিদ্যালয়ের ছাদে নিয়ে গিয়ে ছাত্রীদের শ্লীলতাহানি করে থাকে”।
Sponsored Ads
Display Your Ads Here
সেই রকমই গতকালও মিড ডে মিল দেবার সময় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর একজন ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করলে ওই ছাত্রী কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে অভিভাবকদের বললে অভিভাবকেরা গ্রামের লোকজন নিয়ে একত্রিত হয়ে বিদ্যালয়ে ঢুকে অভিযুক্ত শিক্ষককে আটক করে জুতোর মালা পরিয়ে ইলেক্ট্রিক পোলে সন্ধে পর্যন্ত বেঁধে রেখে শাস্তি দেন।
বংশীহারী থানার পুলিশ ঘটনা জানতে পারলে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে জানা যায়। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকাময় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।