বিধ্বংসী আগুন লাগল বৈষ্ণব দেবীর মন্দির চত্বরে
অভিজিৎ গুহঃ জম্বুঃ জম্বুতে অবস্থিত মাতা বৈষ্ণব দেবীর দেশ জুড়ে জাগ্রত ও প্রসিদ্ধ। দেশ তথা বিভিন্ন রাজ্যের নানা প্রান্ত থেকে ভক্তরা মাতা বৈষ্ণব দেবীকে দর্শন করবার জন্য ছুটে আসেন। প্রতিদিনই এখানে হাজার হাজার মানুষের জমায়েত লক্ষ্য করা যায়।
কিন্তু গতকাল বৈষ্ণব দেবীর মন্দিরের গুহা থেকে ১০০ মিটার দূরে কালিকাভবনের কাছে ২ নম্বর ক্যাশ কাউন্টারের পাশে ভয়াবহ আগুন লাগে। ঘন কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়।
দমকল কর্মীদের খবর দেওয়া হলে দমকল বাহিনী এসে অনেক প্রচেষ্টার পর এই আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন ২ জন।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই আগুন শর্ট সার্কিট থেকে লেগেছে। যদিও পুলিশের তরফ থেকে এই আগুন কীভাবে লাগলো? তার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এই ভয়ানক আগুনের লেলিহান শিখা দেখে মন্দির চত্বরের সকলেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন।