মহম্মদ মোখতারঃ বাংলাদেশঃ বাংলাদেশেও করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এবার একই দিনে বাংলাদেশের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১৬ জনের।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে মারা যান এই মোট ১৬ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেছেন, “এই রোগীরা মারা যাওয়ার সময় ১৬ জনের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ৬ জন অন্য উপসর্গে মারা গেছেন”।
“এছাড়া মৃতদের মধ্যে নওগাঁর ১ জন, রাজশাহীর ৬ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৯ জন আইসিইউ এবং বিভিন্ন ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় মারা যান”।
ডা. সাইফুল ফেরদৌস আরো জানিয়েছেন যে, “হাসপাতালে করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৩২ টি। আজ সকাল অবধি হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে ২২৫ জন রোগী চিকিত্সাধীন রয়েছেন। তাছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩২ জন করোনা রোগী ভর্তি হয়েছেন”।
করোনা পরিস্থিতির জেরে গোটা ভারতবর্ষের পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশের অবস্থাও শোচনীয় হয়ে উঠেছে।