নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শনিবার আবারও একবার শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের মঞ্জয়জোতে হাতি লোকালয়ে ঢুকে পড়লো। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ালো।
জানা গিয়েছে যে, এদিন সকালে একটি হাতি লোকালয়ে ঢুকে পড়ে। এই দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর তড়িঘড়ি স্থানীয়রা বনদপ্তরকে খবর দেন। তারপর বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে জঙ্গলে ঢুকিয়ে দেয়। অবশ্য এই ঘটনায় কোনো ক্ষয়-ক্ষতির খবর নেই।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু স্থানীয়দের অভিযোগ যে, “প্রত্যেকেদিনই লোকালয়ে হাতি ঢুকে পড়ছে। এখনো পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতি করেনি তবে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তার দায় কে নেবেন। এমনকি বনবিভাগে খবর দিলে বনকর্মীরা অনেক দেরী করে আসেন। আমরা আতঙ্কের মধ্যে থাকি। আমরা চাই বনকর্মীরা এই এলাকায় টহলদারি বাড়িয়ে দিক। প্রসঙ্গত শুক্রবার সকালে ওই এলাকায় একটি হাতি ঢুকে পড়ে। এরপর পুনরায় এদিন একবার হাতি ঢুকে পড়লো”।