Indian Prime Time
True News only ....

যশের প্রভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশও

- sponsored -

- sponsored -

- Slide Ad -

মহম্মদ মোখতারঃ বাংলাদেশঃ ঘূর্ণিঝড় ‘যশ’ ওড়িশায় ল্যান্ডফলের পর সাগরের জলোচ্ছ্বাস বেড়েছে। নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট অবধি জলস্ফীতি বেড়ে গেছে। বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলবর্তী গ্রামগুলি প্লাবিত হয়েছে। ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ অতি ভারী বৃষ্টি হয়েছে।

ফেনী, ভোলা, খুলনা, চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরগুনা, বরিশাল, সাতক্ষীরা, পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। জোয়ারের জলে শত শত ঘর-বাড়ি, দোকানপাট, ফসলের ক্ষেত ও কয়েক হাজার মাছের ঘের একেবারে তলিয়ে গেছে। এমনকি পুকুরের মাছ ভেসে গেছে। প্রায় ২ লক্ষ মানুষ জলবন্দী হয়ে গেছেন। সহস্র মানুষ নিরাপদ শিবিরে রয়েছেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

ঘূর্ণিঝড় ‘যশ’ এর প্রভাবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বাংলাদেশে সব ধরনের নৌযান বন্ধ করে দিয়েছে। ভারত-বাংলাদেশ দুই দেশেই ‘যশ’ মারাত্মকভাবে আছড়ে পড়েছে। এর জেরে এই উভয় দেশ বিপুল আকারে ক্ষতির সম্মুখীন হয়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored