১ যুবককে টাওয়ারের ওপর বসে থাকতে দেখে এলাকাময় চাঞ্চল্য ছড়ায়
দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার ঝিরুল গ্রামের বাইরে একটা বেসরকারী সংস্থার মোবাইল কোম্পানীর টাওয়ারে হঠাৎ দৌঁড়ে এসে টাওয়ারের শেষ প্রান্তে চেপে বসল দয়াল বাউরী নামে গ্রামের একজন যুবক। তার বয়স প্রায় ৩৫ বছর। বাড়ি ঝিরুল গ্রামে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত তিনদিন ধরে দয়ালকে অসংলগ্ন অবস্থায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। আচমকা একজন সুস্থ মানুষ এরকম হয়ে যাওয়াতে এলাকাবাসী অবাক হয়ে পড়েন। এলাকা বাসিন্দারা দুবরাজপুর থানায় খবর দেন।
এরপর দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এমনকি ফায়ার ব্রিগেটকে খবর দেওয়া হলে ফায়ার ব্রিগেট ঘটনাস্থলে আসে। ফায়ার ব্রিগেট যাওয়ার পরেই দয়াল নিজে থেকেই টাওয়ার থেকে নেমে আসে। জানা যাচ্ছে, দয়াল প্রায় ঘন্টা দেড়েক টাওয়ারের উপরে বসে বিভিন্ন কেরামতি দেখাচ্ছিলেন।