শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে স্থানীয় মাটির রাস্তা সংস্কার করবার দাবী জানিয়ে কাজ না হওয়ায় রাস্তার মাঝে কচু গাছ লাগিয়ে গ্রামবাসীদের অভিনব বিক্ষোভ শুরু হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার মামনা এলাকায় ঘটনাটি ঘটেছে।
https://www.youtube.com/watch?v=ksSqM1raybg
Sponsored Ads
Display Your Ads Hereএলাকাবাসীর দাবী, একটু বর্ষা হলেই এলাকার একমাত্র রাস্তাটিতে কাদা জমে যায়। যার ফলে এলাকাবাসীর যাতায়াতে সমস্যা হয়। এলাকার ছাত্র-ছাত্রীরা এই কাদা রাস্তার কারণে বিদ্যালয়ে যেতে পারেন না। এর পাশাপাশি এলাকাবাসীকে রোগী নিয়ে যেতেও সমস্যায় পড়তে হয়।
https://www.youtube.com/watch?v=q1Y4NO-Llpg
Sponsored Ads
Display Your Ads Hereগতকাল সকালে সামান্য বৃষ্টিতেই আবার এলাকার একমাত্র রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়লে আজ এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে এলাকার রাস্তায় কচু গাছ লাগিয়ে অবিলম্বে প্রশাসনকে রাস্তাটিকে সংস্কার করার দাবী জানিয়ে অভিনব বিক্ষোভ দেখাতে লাগলেন।