মিঠু রায়ঃ কলকাতাঃ করোনা সংক্রমণ আটকাতে রাজ্যে লকডাউন করেও বেলাগাম করোনা সংক্রমণ। রাজ্যে করোনা সংক্রমণ এক ধাক্কায় ২০ হাজারে পৌঁছেছে। কিন্তু কিছুটা চিন্তা মুক্ত রেখে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু সংক্রমণ অনেকটাই নিম্নমুখী হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৫৯ জনের। এর পাশাপাশি রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গেছে।
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী জানা গেছে, “শেষ ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে আরো ৭৭ হাজার ৬২৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ১৯ হাজার ৮৪৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৫৭ শতাংশ। অর্থাত্ সংক্রমণের হার কমছে। এই পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১২ লক্ষ ২৯ হাজার ৮০৫ জন”।
এছাড়া গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ১৭ জন। সুতরাং রাজ্যে করোনা ভাইরাসে সুস্থতার সংখ্যা ১০ লক্ষ ৮৩ হাজার ৫৭০ জন। দৈনিক সংক্রমণের তুলনায় দৈনিক সুস্থতার হার কম হওয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে মোট ১ লক্ষ ৩২ হাজার ১৮১ জন।