নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ অতি সম্প্রতি হুগলীর গোঘাটের শ্রীপুর এলাকার বাসিন্দা সুজলা দাস করোনা আক্রান্ত হন। কিন্তু সুজলার জ্বর ছাড়া কোনো উপসর্গ ছিল না। তাই তার বাড়িতেই চিকিত্সা চলছিল। তবে শেষমেশ গতকাল সন্ধ্যে বেলা সুজলা প্রাণ হারায়।
কিন্তু সত্কার করার কেউ না থাকায় ৬ ঘণ্টা সুজলার মৃতদেহ বাড়িতেই পড়েছিল। গৃহবধূর দেহ। পরিবারের শত অনুরোধেও স্থানীয় বাসিন্দারা সাহায্য করতে এগিয়ে আসেনি। শেষপর্যন্ত কোনো উপায় না পেয়ে পঞ্চায়েত সমিতিতে খবর দেওয়া হয়।
খবর পেয়ে গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৈয়দ মকবুল হোসেন ঘটনাস্থলে পৌঁছান। এরপর সৈয়দ মকবুল হোসেন নিজের তৎপরতায় উদ্যোগী হয়ে আরামবাগের এসডিপিওর সঙ্গে যোগাযোগ করেন। তারপর পঞ্চায়েত সমিতির কর্মী ও স্থানীয় বাসিন্দাদের কয়েকজন পিটিই কিট পরে সুজলাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে নিয়ে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।