স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ রাজ্যে করোনা সংক্রমন ঠেকাতে চলছে লকডাউন। আর এর মধ্যে স্থানীয় মানুষজন দেশী মদের ঠেক ভেঙে দিলেন। নদীয়ার রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের মানিকতলায় গোপাল বিশ্বাসের বাড়িতে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় মানুষজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে গোপাল বিশ্বাস অসাধু উপায়ে মদ বিক্রি করে আসছিল। বুধবার দুপুরে এলাকার মহিলারা তার বাড়ির তালা ভেঙে পাঁচ পেটি দেশী মদ ভেঙে গুড়িয়ে দিলেন।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=BDYyp9jv3zc
এই ধরনের ঘটনা যাতে আর না হয় তার জন্য এদিন এলাকার সব মানুষ একত্রিত হয়েছিল। স্থানীয়রা নিজেরাই রানাঘাট থানার পুলিশকে খবর দেন। এছাড়াও দীর্ঘদিন ধরেই গোপাল বিশ্বাস আনুলিয়া মানিকতলা নতুন পাড়ায় মদ সহ গাঁজার ব্যবসা চালিয়ে আসছেন। এরপরেও যদি এই সমস্ত ব্যবসা চলে তাহলে আগামী দিনে নিজেরাই তা প্রতিহত করবে বলে জানান পাড়ার মহিলারা।