শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ করোনা আবহে আবারো প্রশাসনের মানবিক মুখ। দিনভর বাড়িতেই পড়ে ছিল বৃদ্ধার মৃতদেহ। প্রতিবেশীরা করোনায় মৃত্যু হয়েছে সন্দেহে বাড়ির ত্রিসীমানায় আসেননি। শেষমেষ মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে দিন ভর বাড়িতে পড়ে থাকা মৃতদেহটি ডেপুটি ম্যাজিস্ট্রেট উদ্ধার করলেন। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের দুই নম্বর বেলবাড়ি অঞ্চলে।
জানা যায়, বছর ৬৫ সাবিত্রী রায় জালালপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই একাকী বাড়িতে থাকতেন। সরকারী ভাতা দিয়েই সংসার চলতো। গত কয়েকদিন আগে থেকেই সাবিত্রী দেবী অসুস্থ হয়ে পড়েন। তার শ্বাসকষ্টজনিত সমস্যার কথা শুনে হাসপাতালে কোনো প্রতিবেশী নিয়ে যেতে এগিয়ে আসেননি।
Sponsored Ads
Display Your Ads Here
সূত্রের খবর সোমবার সকালে বাড়ির বারান্দায় অত্যন্ত অসুস্থ হয়ে পরবর্তীতে সাবিত্রী দেবী প্রাণ হারান। যদিও করোনার ভয়ে তখনও পারিপার্শ্বিক কোনো প্রতিবেশী এগিয়ে আসেননি। এরপর প্রতিবেশীরা এলাকার পঞ্চায়েত প্রধান অনিমা দাসকে খবর দেন। তৎক্ষণাৎ অনিমা দাস ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডলকে বিষয়টি জানাতেই তৎপরতার সাথে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর অনিমা দাসকে সাথে নিয়ে বিপদের দিনে মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল নিজে দাঁড়িয়ে থেকে সাবিত্রী দেবীর মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি সরকারী নিয়ম মেনেই তার মৃতদেহ অন্তিমসংস্কারের ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর।
Sponsored Ads
Display Your Ads Hereডেপুটি ম্যাজিস্ট্রেটের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল দক্ষিণ দিনাজপুর জেলাবাসী।