পুলিশের তাড়া খেয়ে গঙ্গায় ঝাঁপ ২ যুবকের
স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ আজ ছিল সপ্তাহের প্রথম পূর্ণ লকডাউন। লকডাউনে নদীয়ার শান্তিপুরে পুলিশের তাড়া খেয়ে ভাগীরথী গঙ্গায় ঝাঁপ দিল দুই যুবক।
করোনার জেরে রাজ্য জুড়ে লকডাউন শুরু হয়েছে। আর এই লকডাউনকে সফল করতে পুলিশী তৎপরতা চলছে। কিন্তু শান্তিপুরে সরকার বিধি ভেঙে পাড়ায় পাড়ায় আড্ডা চলছিল। মাস্কের বালাই নেই। আর জমায়েত ভাঙতে পুলিশ তাড়াও করে। জায়গায় জায়গায় পুলিশী টহলদারি দেওয়া শুরু হয়।
পুলিশ বাড়ির বাইরে মানুষকে একসাথে জমায়েত দেখলেই তাদের লাঠি নিয়ে তাড়া করছিল। কাউকে আবার বিনা মাস্ককে বাড়ির বাইরে বেরোনোয় শাস্তি দিচ্ছিল। এর মধ্যেই এই ঘটনাটি ঘটে গেল।