নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ সমস্ত জল্পনা কাটিয়ে অবশেষে বেলাগাম করোনা সংক্রমণ আটকাতে ১ লা জুন পর্যন্ত মহারাষ্ট্রে লকডাউন ঘোষণা করা হলো।
এর পাশাপাশি মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, “অন্যান্য রাজ্য থেকে মহারাষ্ট্রে এলে বাধ্যতামূলকভাবে নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট লাগবে। আর মহারাষ্ট্রে আসার ৪৮ ঘণ্টা আগে সেই রিপোর্ট পেতে হবে। এছাড়া ট্রেন, বাস অথবা বিমান পরিষেবা সবক্ষেত্রেই এই নিয়ম কার্যকর করা হবে”। করোনা পরিস্থিতিকে কড়া ভাবে দমন করতে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।