Indian Prime Time
True News only ....

এবার বাংলাতেও ভেসে আসতে পারে করোনা রোগীর মৃতদেহ

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ করোনা আবহের জেরে দেশের বিভিন্ন রাজ্যে মৃতদেহগুলি শ্মশান ও কবরস্থানে ঠাঁই না পেয়ে সত্‍কার কর‍তে না পেরে মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। গত সোমবারে উত্তরপ্রদেশ-লাগোয়া বিহারের বক্সার জেলার চৌসায় গঙ্গার ঘাটে প্রথমে প্রায় ৫০ টি মৃতদেহ ভেসে উঠলেও ধীরে ধীরে কয়েকশোর বেশী করোনা রোগীর পচা গলা মৃতদেহ উঠে এসেছে।

কিন্তু এবার সেই আতঙ্কের ছায়া বাংলাতেও এসে পড়েছে। বিহার থেকে যে গঙ্গা দিয়ে মৃতদেহগুলি ভেসে আসছে তা মালদায় প্রবেশ করতে পারে। এমনটাই রাজ্যের পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছে। তাই আগে থেকে জেলাশাসক রাজর্ষি মিত্রকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

মালদা জেলার মানিকচক ঘাট ঝাড়খণ্ড-লাগোয়া। একপাড়ে মালদা। আর অন্যপাড়ে রাজমহল। নিত্যদিন লঞ্চের মাধ্যমে কয়েকশত মানুষ নদীপথে বিহার-ঝাড়খণ্ডে যান। এছাড়া ভারী যানবাহনও পারাপার করা হয়।

সূত্রের খবর অনুযায়ী জানা যায়, উত্তরপ্রদেশ থেকে বিহার হয়ে যাতে কোনো মৃতদেহ ভাসতে ভাসতে বাংলায় আসতে না পারে সেই কারণেই নবান্নের নির্দেশ অনুসারে কাল থেকেই মানিকচক ঘাটে দশ-বারোটি নৌকা প্রস্তুত রাখার পাশাপাশি নজরদারি চালানো হবে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored