মিঠু রায়ঃ কলকাতাঃ দেশ সহ রাজ্য জুড়ে যখন মেডিকেল পরিষেবার টলোমলো অবস্থা তখন আচমকাই আজ বিকেলে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালের ভেতরে দাঁড়িয়ে থাকা দু’টি অ্যাম্বুলেন্স দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল জুড়ে তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী জানা যায়, ওই দু’টি অ্যাম্বুলেন্স হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে ছিল। প্রথমে একটি বেসরকারী অ্যাম্বুলেন্সটি আগুন লাগে। এরপর সেখান থেকে পাশের সরকারী অ্যাম্বুলেন্সটিতে আগুন লেগে যায়। আগুন লাগার খবর পেয়ে হাসপাতালের তরফ থেকে দমকল কর্মীদের খবর দেওয়া হয়। প্রথমে হাসপাতালের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থাকে কাজে লাগানো হয়। এছাড়া দমকল বাহিনীদের আসার আগে হাসপাতালের কর্মীরা নিজেরাই ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তারপরে দমকল আধিকারিকদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কিন্তু এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। যদিও এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর নেই।