কাজের বাজার মন্দার জেরে ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকেরা

Share

স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতায় ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন জারি হয়েছে। যার ফলে স্বাভাবিকভাবেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লি, মুম্বাই, চেন্নাই সহ ভারতবর্ষের বিভিন্ন বড়ো বড়ো শহরে কাজ করতে যাওয়া হাজার হাজার পরিযায়ী শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

একদিকে করোনার মতো অতিমারীর প্রভাব অন্যদিকে কর্মহীন হয়ে পড়ার কারণে তারা নিজের দেশে ফিরে আসছেন। রবিবার সকালে হাওড়া থেকে রাধিকাপুর এক্সপ্রেস বা শ্রমিক স্পেশাল ট্রেনে কয়েক হাজার পরিযায়ী শ্রমিকদের নিজেদের ঘরের উদ্দেশ্যে ফিরতে দেখা গেল।


https://www.youtube.com/watch?v=VZlGT1z6NZ4

সকাল ৮ টা নাগাদ ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে দুপুর ১২ টা নাগাদ নবদ্বীপ ধাম স্টেশনে এসে দাঁড়িয়ে যায়। কাটোয়া ডিভিশনে রেল লাইনে কাজ হওয়ার কারণেই রেল দপ্তর ট্রেনটিকে নবদ্বীপ স্টেশনে দাঁড় করাতে বাধ্য হয়। মালদা, মুর্শিদাবাদ, ঝাড়খন্ড সহ বিভিন্ন এলাকার বাসিন্দা বহু পরিযায়ী শ্রমিককে এই দিন ফিরে আসতে দেখা গেল।


https://www.youtube.com/watch?v=60W2CoC9rMw

করোনা মহামারীর প্রভাবে লকডাউন চলার জন্য কাজের বাজার মন্দা থাকার কারণেই নিজেদের পরিবারের কাছে ফিরে আসছেন বলে জানান পরিযায়ী শ্রমিকেরা।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031