নামাজ পড়তে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ১ বৃদ্ধের
অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ রমজান মাসের শেষ শুক্রবারের নামাজ পড়া হলো না এক বৃদ্ধের। নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ওই বৃদ্ধের বাড়ি ফেরা হলো না। এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ওই বৃদ্ধের মৃত্যু হলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার উত্তর দিনাজপুরের গুঞ্জরিয়া এলাকায় জাতীয় সড়কে উপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো গাইঠু নামে ৬৬ বছরের এক বৃদ্ধের। ওই বৃদ্ধের বাড়ি ইসলামপুর থানার অন্তর্গত কুন্দরগাঁও এলাকায়।
জানা যায় যে, ওই বৃদ্ধ নামাজ পড়তে ইসলামপুরে আসার জন্য গুঞ্জরিয়ায় বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। সেই সময় ইসলামপুর থেকে কিষণগঞ্জ গামী একটি গাড়ি ওই বৃদ্ধকে ধাক্কা মারলে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এই ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশ ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। এই ঘটনার খবর পেয়ে ওই বৃদ্ধের এলাকার লোকজন মর্গে ছুটে আসেন। এরপর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।