নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ দুপুর সাড়ে ১২ টা নাগাদ বৃহস্পতিবার এনজিপি থানার অন্তর্গত ফুলবাড়ি ব্যাটেলিয়ান মোড়ে শিলিগুড়ির দিক থেকে যাওয়া একটি গাড়ির সাথে পাশাপাশি ব্যাটেলিয়ান মোড়ের ভেতর থেকে বেরিয়ে আসা একটি শক্তিমান গাড়ির সংঘর্ষ হয়।
https://www.youtube.com/watch?v=dkxw5feKsGE
Sponsored Ads
Display Your Ads Hereএই সংঘর্ষে শিলিগুড়ির দিক থেকে যাওয়া গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়দের প্রচেষ্টায় সেইখান থেকে ড্রাইভারকে বের করে আনা হয়।
https://www.youtube.com/watch?v=tNNpCGgrtgs
Sponsored Ads
Display Your Ads Hereপ্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করে ভেতর থেকে বেরিয়ে আসা শক্তিমান গাড়ির জন্য এই দুর্ঘটনা ঘটে।পরবর্তীতে ঘটনার খবর পেয়ে এনজিপি থানার পুলিশ এলাকায় এসে উপস্থিত হয়।