মাথার খুলি উদ্ধারকে ঘিরে গ্রাম জুড়ে তীব্র চাঞ্চল্য
দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ আচমকা শুকনো ডোবা থেকে মাথার খুলি উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গ্রামে। শনিবার সকালে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন এলাকার কিছু যুবক খেলার সময় ডোবায় ওই মাথার খুলিটি পড়ে থাকতে দেখে। কিন্তু ডোবায় জল শুকিয়ে গেছে। এর জন্যই হয়তো ডোবায় খুলিটির দেখা মিলল।এলাকায় হইচই শূরু হলে পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে খুলিটি উদ্ধার করে নিয়ে যায়। ওই এলাকার মানুষ জানাচ্ছেন, “খুলিটি কোনো মানুষেরই”।
সূত্রের খবর, এদিন উদ্ধার হওয়া খুলিটির অবস্থান থেকে প্রায় ২০০ মিটার দূরত্বে কবরস্থান রয়েছে।তবুও এলাকাবাসীর মধ্যে রহস্য দানা বেঁধেছে। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।