চয়ন রায়ঃ কলকাতাঃ আজ রাজ্যে চলছে শেষ তথা অষ্টম দফার ভোট। আর এই শেষ দফার ভোটে সকাল থেকে বোমাবাজির পর বেলা গড়াতেই ভোট চলাকালীন তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণভূমি হয়ে উঠলো উত্তর কলকাতার বেলাঘাটায় ট্যাংরার সেকেন্ড লেন সংলঘ্ন এলাকা।
এরপর ভোট চলাকালীন তৃণমূল-বিজেপি দু’পক্ষের মধ্যে পাথর, বোতল ছোঁড়াছুড়ি করে। ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া একদিকে এক ব্যক্তিকে রাস্তায় ফেলে প্রচণ্ড মারধর করার পাশাপাশি বাঁশ-লাঠি-হকির স্টিক দিয়েও মারধর করা হয়। চারিদিক রক্তে ভেসে যায়। এই ঘটনায় সম্পূর্ণ তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ ওঠে। অপরদিকে বিজেপির বিরুদ্ধেও হামলার অভিযোগ ওঠে।
দু’পক্ষ থেকেই একে অপরের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। অভিযোগ পেয়ে বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাস ঘটনাস্থলে আসলে তৃণমূল কর্মীরা পাথর বৃষ্টি শুরু করে বলে অভিযোগ করা হয়। তারপর পুলিশকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ শুরু করে। পুলিশী তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাময় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।