উদ্ধারপ্রাপ্ত মূর্তি পুলিশের গাড়ি থেকে নিয়ে চম্পট স্থানীয়রা
দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ দ্বারকেশ্বর নদী থেকে প্রাপ্ত প্রাচীন মূর্তি পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠলো গ্রামবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকার মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের ননগর গ্রামে ঘটনাটি ঘটেছে।
প্রসঙ্গত, মঙ্গলবার ওই গ্রাম সংলঘ্ন দ্বারকেশ্বর নদীতে বালি তোলার সময় একটি প্রাচীন মূর্তি পাওয়া যায়। এই ঘটনার খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ ওই মূর্তিটি থানায় নিয়ে যেতে চাইলে গ্রামবাসীরা বাধা দেন। এমনকি গ্রামবাসীরা পুলিশকে আটকে রেখে বিক্ষোভও দেখান। এভাবে দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে বচসার পর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা সাতপাঁচ না ভেবে পুলিশের গাড়ির কাঁচ ভেঙ্গে মূর্তিটি নিয়ে চম্পট দেয়।
পরে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়ে পুলিশ কর্মীরা ফিরে আসতে বাধ্য হন। এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।