নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার নিয়েছে। টীকা নিয়েও রেহাই মিলছে না।
আর এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোভ্যাক্সিন নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন। এর পাশাপাশি এই রাজ্যে করোনার হার যথেষ্ট উর্ধ্বমুখী। এই চরম পরিস্থিতিতে করোনা সংক্রমণে রাশ টানতে উত্তরপ্রদেশ সরকার কড়া সিদ্ধান্ত নিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তরপ্রদেশে এবার মাস্ক না পড়ে ধরা পড়লে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
সূত্রের খবর অনুযায়ী জানা যায়, যোগী রাজ্যে প্রথমবার মাস্ক ছাড়া ধরা পড়লে ১ হাজার টাকা জরিমানা হবে। কিন্তু দ্বিতীয় মাস্ক ছাড়া ধরা পড়লে দশ গুণ বেড়ে জরিমানা ১০ হাজার টাকা হবে। এছাড়াও শনিবার রাত ৮ টা থেকে সোমবার সকাল ৭ টা পর্যন্ত চলবে লকডাউন চলবে। এই সময়কালে জরুরী পরিষেবা ছাড়া সমস্ত কিছুই বন্ধ থাকবে। সেই সময় রাজ্য জুড়ে স্যানিটাইজিং ও সাফাই অভিযান চলবে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইটের মাধ্যমে জানিয়েছেন, “উত্তরপ্রদেশের মেরঠ, লখনউ, বারাণসী, প্রয়াগরাজ, গাজিয়াবাদ, গোরখপুর, কানপুর নগর এবং গৌতম বুদ্ধ নগরের মতো দশটি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দু’হাজারেরও বেশী। তাই এই জেলাগুলিতে রাত ৮ থেকে সকাল ৭ টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে”।