পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ এবার টিউবওয়েলের জলে বিষ মেশানোকে ঘিরে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে দক্ষিণ ২৪ পরগনার লালপুর গ্রামে প্রত্যেকটি জলের কলের মধ্যে বিষ মেশানো হয়েছে। আর যার ফলে গ্রামের অধিকাংশ বাসিন্দা ওই জল খেয়ে অসুস্থ হয়ে পড়েন। অনেকে বমিও শুরু করেন। বর্তমানে অনেকেই মথরাপুর গ্রামীণ হাসপাতাল ও জয়নগর রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে ভর্তি আছেন।
এই ঘটনার জেরে গ্রামের বাসিন্দারা লালপুর মসজিদের সামনে খুঁটি এবং বাঁশ ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অলক জলদাতা সহ স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা এসে উপস্থিত হন।
সমস্ত কলগুলির এই অবস্থা দেখে প্রশাসন জলের গাড়ির ব্যবস্থা করে দেয়। সমস্ত কল পরিষ্কার না করা পর্যন্ত প্রশাসনের তরফ থেকে জলের গাড়ির ব্যবস্থা থাকবে। এছাড়া এলাকায় পুলিশ পিকেটের ব্যবস্থা করা হয়েছে। এরপর গ্রামবাসীরা প্রশাসনের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন।
তৃণমূল কংগ্রেস প্রার্থী অলকবাবু বলেছেন, “এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে এই অপকর্মটি ঘটিয়েছে। এখন জনগণ তৃণমূল কংগ্রেসের ওপর দোষারোপ করছেন”।