বিজেপির ব্যানার পোড়ানোকে ঘিরে ধুন্ধুমার এলাকায়
দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমের সদাইপুর থানা এলাকার চিনপাই এ বিজেপির ব্যানার পোড়ানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোররাতে সদাইপুর থানার চিনপাই গ্রামে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ের সামনে থাকা দুটি ছবির মুখ পুড়িয়ে দিয়ে বিকৃতি করা হয়। একটা ছবি হলো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আর একটা ছবি হলো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এই দু’ই ছবিতে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযোগের তীর তৃণমূলের দিকেই তোলা হয়েছে। এলাকায় তুমুল উত্তেজনা সৃষ্টি হলে সদাইপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।