অভিজিৎ গুহঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের কুখ্যাত বিধায়ক মুক্তার আনসারীকে মোহালীর কোর্টে আনা হয়। অভিযুক্তকে বর্তমানে রোপড় জেলে রাখা হয়েছে।
https://www.youtube.com/watch?v=MJ3a5BvjyaE
ছ’দিন আগে হওয়া শুনানির সময় সুপ্রিম কোর্ট অভিযুক্তকে উত্তরপ্রদেশের পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল। আর আজ অভিযুক্তকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রোপড় থেকে মোহালীতে নিয়ে আসা হয়। কিন্তু আদালতের নির্দেশে আপাতত ১২ ই এপ্রিল পর্যন্ত রোপড় জেলে থাকছেন মুক্তার আনসারী।
Sponsored Ads
Display Your Ads Hereতাই এইবারও উত্তরপ্রদেশ পুলিশকে কার্যত খালি হাতেই ফিরতে হলো। উল্লেখ্য যে, গত দু’বছরে এই নিয়ে মোট ৮ বার অভিযুক্তকে ছাড়াই ফিরে আসতে হয়েছে উত্তরপ্রদেশ পুলিশকে।