মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১
অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ১ জনের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ৩১ নম্বর জাতীয় সড়ক সংলঘ্ন বাইপাস এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি টেম্পো করে বেশ কয়েকজন যাচ্ছিলেন। সেই সময় গাড়িটি বাইপাসে থাকা একটি বাম্পারের সঙ্গে ধাক্কা লাগলে পুরোপুরি পাল্টি খায়। এই ঘটনার জেরে বেশ কয়েকজন আহত অবস্থায় বর্তমানে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজন আহত ব্যক্তির অবস্থা গুরুতর হলে তাকে উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলে সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
এরপর তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মৃতের পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।