নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ করোনাকালে দেশ তথা সমগ্র বিশ্ব জুড়ে সমস্ত দর্শনীয় স্থান বন্ধ ছিল। এবার দীর্ঘ প্রায় এক বছরের বেশী সময় বন্ধ থাকার পর রাজধানী দিল্লিতে চিড়িয়াখানা খুলতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ লা এপ্রিল বৃহস্পতিবার থেকে দিল্লি চিড়িয়াখানা খুলে যাবে।
কিন্তু এক ধাক্কায় টিকিটের দাম দুই গুণ মাত্রায় বেড়ে গেছে। আগে টিকিটের দাম ৪০ টাকা ছিল। আর এখন সেই টিকিটের দাম বৃদ্ধি পেয়ে ৮০ টাকা হয়েছে। এর পাশাপাশি টিকিট অনলাইনে বুক করতে হবে।
দিল্লির ন্যাশনাল জুওলজিক্যাল পার্কের ডিরেক্টর রমেশ পান্ডে জানিয়েছেন, “ইতিমধ্যে দেশের নানা প্রান্তে বিভিন্ন চিড়িয়াখানা খুলে গেছে। তাই ১ লা এপ্রিল থেকে দিল্লির চিড়িয়াখানা খুলে দেওয়া হবে। অনলাইনে টিকিট বুক করতে হবে। ৪০ টাকা থেকে টিকিটের দাম বৃদ্ধি পেয়ে ৮০ টাকা করা হয়েছে “।
একদিকে যেমন চিড়িয়াখানা খোলায় খুব খুশী দিল্লিবাসী। তেমনই ঠিক অপরদিকে দ্বিগুণ মাত্রায় টিকিটের মূল্য বৃদ্ধিতে যথেষ্ট অসন্তুষ্ট হয়েছেন মানুষ।