অমিত মহন্তঃ দক্ষিণ দিনাজপুরঃ বিজেপি কর্মী-সমর্থকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন রাতে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ডোবাপাড়া এলাকায়।
জানা গেছে, গঙ্গারামপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ডোবাপাড়া এলাকার বাসিন্দা কুসুম লোহার বর্তমানে গঙ্গারামপুর শহর মন্ডল বিজেপির মহিলা মোর্চার সম্পাদিকার দায়িত্বে রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Hereবিজেপি কর্মীর অভিযোগ, “বুধবার দেওয়াল লিখন করার সময় ওই বিজেপি কর্মীর সাথে তৃণমূল কর্মীদের বচসা বাঁধে। এরপরে রাতে তার বাড়ির পাশের আগুন লাগার বিষয়টি নজরে আসে। তিনি এই ঘটনার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করেছেন”।
ঘটনার খবর পেয়ে রাতেরবেলাই গঙ্গারামপুর বিধানসভার বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় ঘটনাস্থলে ছুটে যান। ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিন এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।